সারাদেশে হোম কোয়ারেন্টাইনে আছে দুই হাজার ৩১৪ জন: আইইডিসিআর

|

আক্রান্ত দেশ থেকে ফেরত যাত্রীদের ১৪ দিনের হোম কোয়ারেন্টাইন সঠিকভাবে মানতেই হবে। এখন এটা আর হালকা ভাবে দেখার সুযোগ নেই বলে জানিয়েছেন আইইডিসিআর’র পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। আজ দুপুরে মহাখালীতে ব্রিফিংয়ে তিনি একথা জানান।

ডা. ফ্লোরা বলেন, অনেকেই হোম কোয়ারেন্টাইন ঠিকভাবে না মানায় ইতালি থেকে যারা আসছেন তাদের আশকোনা হজ ক্যাম্পে নেয়া হচ্ছে। ইতালি ফেরত যাত্রীদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করে নিশ্চিত হওয়ার পর ছেড়ে দেয়া হচ্ছে। তবে তাদের কঠোর মনিটরিংয়ের মধ্যে রাখবে আইইডিসিআর। স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ করার বিষয়টি উচ্চ পর্যায়ে আলোচনা হচ্ছে। সিদ্ধান্ত হলে জানানো হবে।

ডা. ফ্লোরা বলেন, আমাদের দেশের প্রেক্ষাপটে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন এর চেয়ে হোম কোয়ারেন্টাইনে ভালো। তিনি জানান, হোম কোয়ারেন্টাইনে এখন আছেন ২ হাজার ৩শ’ ১৪ জন। আর ২৩১ টি নমুনা পরীক্ষার মধ্যে ৫ জনের কোভিড-১৯ পজেটিভ পাওয়া গেছে। তাদের মধ্যে গতকাল দুইজন শনাক্ত হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply