করোনার ভয়ে হাসপাতাল ছেড়ে পালালেন অ্যাম্বুলেন্স চালকরা

|

করোনাভাইরাসের ভয়ে ভারতের পশ্চিমবঙ্গের একটি হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সচালকরা পালিয়ে গেছেন বলে খবর পাওয়া গেছে।

এমনকি সরকারি অ্যাম্বুলেন্সচালকও রোগী নিয়ে যেতে অস্বীকার জানিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

শনিবার দুপুরে উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ হাসপাতালে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রের বরাতে ভারতীয় একটি গণমাধ্যম জানায়, দিল্লি থেকে ফেরা জ্বর,সর্দি-কাশি নিয়ে অসুস্থ ৭৪ বছরের এক বৃদ্ধ শনিবার দুপুর পর্যন্ত বনগাঁ হাসপাতালেই পড়েছিলেন।

অ্যাম্বুলেন্সের কারণে অসুস্থ ওই বৃদ্ধকে কলকাতার বেলেঘাটা আইডি হাসপাতালে পাঠানো সম্ভব হচ্ছিল না।

কারণ ওই বৃদ্ধকে বহন করতে রাজি হচ্ছিলেন না কোনো অ্যাম্বুলেন্সচালকই। রাজি হয়নি হাসপাতালের অ্যাম্বুলেন্সচালকও।

অবশেষে স্থানীয় এক তৃণমূল নেতার সহায়তায় ওই রোগীকে নিয়ে যাওয়া হয় আইডি হাসপাতালে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply