মুজিববর্ষ বাস্তবায়ন কমিটিকে ৯০ হাজার টি-শার্ট হস্তান্তর করল বিজিএমইএ

|

মুজিববর্ষ বাস্তবায়ন কমিটিকে ৯০ হাজার টি-শার্ট হস্তান্তর করেছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।

আজ রোববার সকালে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে মুজিববর্ষ বাস্তবায়ন কমিটিকে এ টি-শার্টগুলো হস্তান্তর করেন বিজিএমইএ সভাপতি রুবানা হক।

রুবানা হক বলেন, বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে বিজিএমইএ এগিয়ে যাবে। এখন পোশাক খাতে সংগ্রামের সময় যাচ্ছে। যদিও বাঙালী পরাস্ত হওয়ার জাতি নয়। এ সময় বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে দেশকে এগিয়ে নিতে সকলের প্রতি আহ্বান জানান তিনি। একইসাথে মুজিববর্ষের যেকোন অনুষ্ঠানে সবসময় পাশে থাকার কথাও জানান বিজিএমইএ সভাপতি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply