করোনা তালিকায় যুক্ত হলো আরও দুই দেশ

|

করোনাভাইরাসে আক্রান্তের তালিকায় যুক্ত হয়েছে আরও দুইটি দেশ। সোমালিয়া ও তানজানিয়ায় প্রথম করোনা আক্রান্তের খবর নিশ্চিত করেছে দেশ দুটি।

সোমবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ড ওমিটারস ডট ইনফো’র হিসাব অনুযায়ী, ১৬মার্চ সকাল পর্যন্ত বিশ্বজুড়ে এ ভাইরাসে ৬হাজার ৫১৮জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা ১লাখ ৬৯হাজার ৬০৫জন।

উৎপত্তিস্থল চীনে সরকারি হিসাবেই এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৮০হাজার ৮৬০। এরমধ্যে ৩হাজার ২১৩জনের মৃত্যুর কথা স্বীকার করেছে দেশটির কর্তৃপক্ষ। চিকিৎসা গ্রহণের পর সুস্থ হয়ে উঠেছে ৬৭হাজার ৭৫৮জন।

ইতালিতে আক্রান্তের সংখ্যা ২৪হাজার ৭৪৭। এর মধ্যে এক হাজার ৮০৯জনের মৃত্যু হয়েছে। চিকিৎসা গ্রহণের পর সুস্থ হয়ে উঠেছে ২হাজার ৩৩৫জন।

ক্ষতিগ্রস্ত দেশগুলোর তালিকায় ওপরের সারিতে থাকা অন্য দেশগুলোর মধ্যে ইরান, দক্ষিণ কোরিয়া, স্পেন, জার্মানি, ফ্রান্স, যুক্তরাষ্ট্র, সুইজারল্যান্ড ও যুক্তরাজ্যের নাম উল্লেখযোগ্য।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply