বাংলাদেশ দলের আয়ারল্যান্ড সফরও স্থগিত হতে পারে

|

করোনাভাইরাস আতঙ্কে বাংলাদেশ দলের আয়ারল্যান্ড সফরও স্থগিত হতে পারে। আগামী মে মাসে আয়ারল্যান্ড সফরে যাওয়ার কথা ছিল বাংলাদেশ দলের।

সফরে টাইগারদের খেলার কথা তিনটি ওয়ানডে ও চারটি টি-টোয়েন্টি ম্যাচ। ওয়ানডে সিরিজ আয়ারল্যান্ডে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও টি-টোয়েন্টি সিরিজের ভেন্যু ইংল্যান্ড।

আগামী এক মাসের সব আন্তর্জাতিক সিরিজই এরই মধ্যে স্থগিত হয়েছে। ঘরোয়া ক্রিকেটেও থাবা বসিয়েছে করোনা। ভারত, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, বাংলাদেশ ও নিউজিল্যান্ডের পর মঙ্গলবার সব ধরনের ক্রিকেট কার্যক্রম স্থগিতের ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা।

৬০ দিনের জন্য ক্রিকেটকে নির্বাসনে পাঠিয়ে দেয়ায় এ মৌসুমে দক্ষিণ আফ্রিকার মূল দুটি ঘরোয়া টুর্নামেন্টই অসমাপ্ত থেকে গেল।

অস্ট্রেলিয়া অবশ্য শেফিল্ড শিল্ডের শেষ রাউন্ড ও ফাইনাল বাতিল করে মঙ্গলবার টুর্নামেন্টের উপসংহার টেনে দিয়েছে। প্রথম নয় রাউন্ড শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা নিউ সাউথ ওয়েলসকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply