করোনাভাইরাস: সৌদি যুবরাজের সাথে মোদির ফোনালাপ

|

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ফোনালাপ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। করোনাভাইরাস মহামারীর প্রতিকূলতা মোকাবেলা চেষ্টায় সহযোগিতা নিয়ে তারা আলোচনা করেন।

আলোচনার সময় সার্ক দেশগুলোর নেতাদের সঙ্গে একটি ভিডিও কনফারেন্স আয়োজনের কথা উল্লেখ করেন মোদি। ভারতীয় প্রধানমন্ত্রীর দফতরের এক বিবৃতিতে এমন তথ্য জানা গেছে।- খবর রয়টার্সের

জি২০ নেতাদের মধ্যেও এমন উদ্যোগ বৈশ্বিক পর্যায়ে কার্যকর ফল বয়ে আনবে বলে তারা একমত হয়েছেন।

এদিকে ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভি মুরালিধরন বুধবার স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে থাকার ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, নয়াদিল্লিতে নিজ বাসভাবনে তিনি ঘরবন্দি হয়ে থাকবেন। যদিও পরীক্ষায় তার শরীরে করোনাভাইরাস নেগেটিভ দেখা গেছে।

টুইটারে দেয়া এক পোস্টে তিনি বলেন, আমি একটি ইনস্টিটিউট পরিদর্শনে গিয়েছিলাম। সেখানকার হাসপাতালে পরবর্তী সময়ে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। যে কারণে আমি স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে চলে গেছি। কিন্তু আমার শরীরে করোনাভাইরাস নেগেটিভ ধরা পড়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply