করোনা আক্রান্ত ব্যক্তি আজই মারা গেছেন: আইইডিসিআর পরিচালক

|

দেশে চিকিৎসাধীন অবস্থায় এক করোনা আক্রান্ত ব্যক্তির মৃত্যু হয়েছে। আক্রান্ত ব্যক্তি বয়স্ক। তার বয়স ৭০’র ওপর। তিনি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কিডনির জটিলতায় ভুগছিলেন। আজই তার মৃত্যু হয়েছে। এসব তথ্য জানিয়েছেন সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

বুধবার দুপুর সাড়ে ৩টার কিছু পর এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। এসময় আরও ৪ জন করোনা আক্রান্ত হওয়ার কথা জানান তিনি। এর ফলে, বাংলাদেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৪ জনে।

তিনি বলেন, মৃত ব্যক্তি বিদেশ থেকে আসেননি বা এর মধ্যে বিদেশেও যাননি। তিনি বিদেশ থাকা আসা একজনের সংস্পর্শে এসেছিলেন। তার মৃত্যু নিয়ে বিস্তারিত বলতে চাইছি না।

মৃত ব্যক্তিকে কবর দেয়া হবে বলে জানান তিনি। বলেন, যথাযথ প্রটোকল মেনে ভাইরাস না ছড়ানোর মতো করে তার লাশ দাফন করা হবে।

এর আগে, গতকাল মঙ্গলবার ২ জনসহ মোট ১০ জন করোনা আক্রান্ত থাকার কথা জানিয়েছিল আইইডিসিআর। আজকের ৪ জনসহ মোট ১৪ জন করোনা আক্রান্ত রোগী শনাক্তের কথা জানিয়েছে সংস্থাটি। মোট ১৬ জনকে আইসোলেশনে রাখা হয়েছে বলে জানিয়েছেন ডা. মীরাজাদি সেব্রিনা ফ্লোরা।

তিনি জানান, ঢাকার বাইরে করোনা পরীক্ষার সেবা পৌঁছে দিতে কিছু কিছু ল্যাব এ এই পরীক্ষার ব্যবস্থা গ্রহণ করা হবে। এক সপ্তাহের মধ্যে এই ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এছাড়া, করোনা সংক্রমণ এখনও লোকাল ট্রান্সমিশন পর্যায়ে আছে বলে জানান তিনি। এটি কমিউনিটি ট্রান্সমিশনে গেলে ভিন্ন পদক্ষেপ নিতে হবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply