করোনাভাইরাসে মৃতের সংখ্যায় চীনকে ছাড়িয়ে এখন সর্বোচ্চ ইতালি

|

করোনাভাইরাসে মৃতের সংখ্যায় চীনকে ছাড়িয়ে এখন সর্বোচ্চ ইতালিতে ৩ হাজার ৪০৫ জন। উৎপত্তিস্থল চীনে এই সংখ্যা ৩ হাজার দুইশো ৪৫। নোভেল করোনাভাইরাসের প্রকোপে গেলো ২৪ ঘণ্টায় শুধু ইতালিতেই প্রাণ গেছে ৪২৭ জনের। আর আক্রান্ত ৫ হাজার ৩২২ ।

সব মিলিয়ে বিশ্বে মৃতের সংখ্যা এখন ৯ হাজার ৮১৮। বিশ্বের ১৭৭ দেশে সংক্রমিত ২ লাখ ৩৬ হাজারের বেশি।

ইতালীতে গেল ২৪ ঘন্টায় প্রাণ গেছে প্রায় ৫০০ জনের। আর আক্রান্ত ৪ হাজারের বেশি। আক্রান্তদের বেশিরভাগই চল্লিশোর্ধ। বয়স্কদের মাঝে মৃত্যুর হার বেশি। এদের মধ্যে বেশিরভাগেই আগে থেকেই ভুগছিলেন নানান শারীরিক জটিলতায়।

গেল ২৪ ঘন্টায় সবচেয়ে অবনতি হয়েছে করোনা পরিস্থিতির। নতুন করে সর্বোচ্চ ঝুঁকির তালিকায় ইউরোপের ৭ দেশ। তবে আশঙ্কাজনক হারে ভাইরাসটি ছড়াচ্ছে আফ্রিকার দেশগুলোতে। অঞ্চলটিতে সতর্কতা জারির আহ্বান বিশ্ব স্বাস্থ্য সংস্থার।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদ্রোস আধানম বলেন, গেল ২৪ ঘন্টায় এতটাই দ্রুত হারে আফ্রিকার দেশগুলোতে ছড়িয়েছে ভাইরাসটি, যা কল্পনাতীত। প্রত্যন্ত অঞ্চলে এটি ছড়িয়ে গেলে কোনো পদক্ষেপেই আর কাজ হবে না। আর ইউরোপে পরিস্থিতির আরও অবনতি হয়েছে। যথাযথভাবে স্বাস্থ্য পরীক্ষা না হওয়ায় এই অবস্থা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply