মুখ না ঢেকে হাঁচি দেয়ায় বেদম পিটুনি

|

ভারতের মহারাষ্ট্রের খোলাপুর শহরে বৃহস্পতিবার প্রকাশ্যে হাঁচি দেয়ায় এক মোটরবাইক আরোহীকে বেধরক মারধর করা হয়েছে।

করোনাভাইরাস মানুষের মধ্যে কতটা আতঙ্ক তৈরি করতে সক্ষম হয়েছে, এ ঘটনাই তা বলে দিচ্ছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবরে এমন তথ্য পাওয়া গেছে।

এ ঘটনার সিসিটিভির ভিডিও ফুটেজ সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছে। শহরের গুজারি এলাকায় ঘটনাটি ঘটলেও পুলিশের কাছে কোনো অভিযোগ দাখিল করা হয়নি।

ভিডিওতে দেখা গেছে, এক বাইক-যাত্রী থেমে অন্য বাইকের এক আরোহীকে জিজ্ঞাসা করছেন, মুখ না ঢেকে তিনি কেন হাঁচি দিলেন? এতে করোনাভাইরাস ছড়িয়ে পড়তে পারে।

পরবর্তীতে এই ঘটনা ঝগড়ায় রূপ নেয়। এরপর যে লোক প্রকাশ্যে নাক-মুখ না ঢেকেই হাঁচি দিয়েছেন, তাকে বেধরক মারধর করা হয়েছে।

এতে সেখানে যানজট লেগে যায়। লোকজন থেমে ঘটনা দেখেছেন। মহারাষ্ট্রে এখন পর্যন্ত ৪৯ করোনাভাইরাস রোগী রয়েছেন। মারা গেছেন একজন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, সেখানে-সেখানে থুতু নিক্ষেপ, হাঁচি, কাশি ও শারীরিক সংস্পর্শের মাধ্যমে মানুষের মাঝে এই রোগ ছড়ায়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply