নওগাঁয় নার্সদের অবহেলায় নবজাতকের মৃত্যু

|

নওগাঁ প্রতিনিধি:
নওগাঁ সদর আধুনিক হাসপাতালে নার্সদের অবহেলায় এক নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে।
শুক্রবার(২০ মার্চ) সকালে হাসপাতাল চত্বরে বিষয়টি নিয়ে রোগীর স্বজন এবং স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়।

জানা গেছে, বৃহষ্পতিবার বিকেলে সদর উপজেলার হরিরামপুর গ্রামের জহুরুল ও বানু দম্পত্তির একটি পুত্র সন্তান জন্ম নেয়। পরে শিশুটির শ্বাসকষ্ট দেখা দিলে সন্ধ্যায় নওগাঁ সদর হাসপাতালে নিয়ে আসে স্বজনরা।

শিশুটির পিতা জহুরুল ইসলাম অভিযোগ করে বলেন, হাসপাতালে নিয়ে আসলে শিশুটিকে ফটোথেরাপী দেয়া হয়। পরে থেরাপির নির্দিষ্ট সময় পার হয়ে গেলে শিশুটির শরীর পুড়ে একাংশ কালো হতে থাকে। পরে হাসপাতালের কর্তব্যরত নার্সদের ডাকলে তাদের কোন সাড়া মেলেনি। এ অবস্থায় শিশুটির নির্মম মৃত্যু হয়।

তিনি আরও বলেন, এ ব্যাপারে থানায় মামলা করার প্রস্তুতি চলছে। এবিষয়ে হাসপাতাল কতৃপক্ষ জানান, বিষয়টি তারা ক্ষতিয়ে দেখছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply