ভিডিও কনফারেন্সে দাপ্তরিক কাজ করার আহ্বান তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রীর

|

করোনা ভাইরাস মোকাবেলায় প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ।

মন্ত্রী জানিয়েছেন, ভিডিও কনফারেন্সের মাধ্যমে দাপ্তরিক কর্মকান্ড সম্পন্ন করলে ভাইরাস সংক্রমনের ঝুঁকি কমানো যাবে।

শুক্রবার বিকেলে প্রযুক্তি সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান প্রধান এবং সাংবাদিকদের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মতবিনিময় করেন।

“আমার হাতেই আমার সুরক্ষা” শিরোনামে প্রচারণা জোরদার করার আহ্বান জানানো হয়। একইসাথে নগদ টাকার পরিবর্তে ডিজিজাল লেনদেন বাড়ানোর পরামর্শ দেয়া হয়। ঘরে বসে মানুষ যেন বিনোদনের সুযোগ বাড়াতে প্রযুক্তিবিদদের পরামর্শ চেয়েছেন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply