কক্সবাজারে কোয়ারান্টাইন না মানায় আরও ২ প্রবাসীকে জরিমানা

|

কক্সবাজার প্রতিনিধি:
করোনা ভাইরাসের সংক্রমণ বিস্তার প্রতিরোধে হোম কোয়ারান্টাইন নির্দেশ অমান্য করায় কক্সবাজারে বিদেশ ফেরত আরও ২ প্রবাসীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার বিকালে রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের ফুলনীরচর গ্রামের গোলাম আকবরের ছেলে ওমান ফেরত মোহাম্মদ আরিফ উল্লাহকে ১০ হাজার টাকা এবং সন্ধ্যায় রামুর দক্ষিণ চাকমারকুল মিস্ত্রী পাড়া এলাকার মৃত নজির আহমদের ছেলে সদ্য মালয়েশিয়া থেকে আসা কলিম উল্লাহকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

কক্সবাজার জেলা প্রশাসক মো. কামাল হোসেন জানান, জীবন বিপন্নকারী করোনাভাইরাস রোগের সংক্রমণ বিস্তার প্রতিরোধে সরকারের নির্দেশনা অমান্য করায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ জরিমানা করা হয়েছে।

উল্লেখ্য, এর আগে বৃহস্পতিবার আরও তিন প্রবাসীকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। বিদেশ ফেরত কোন ব্যক্তি সরকারের নির্দেশনা মানছেন না এমন কোন তথ্য থাকলে জেলা প্রশাসনকে অবহিত করার অনুরোধ জানিয়ে জেলা প্রশাসক বলেন, জনস্বার্থে সরকারের নির্দেশনা না মানাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে সবার সহযোগিতা কামনা করেন তিনি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply