শ্রীপুরে সুন্নতে খৎনার আয়োজন করে জরিমানা দিলেন ৫০ হাজার টাকা

|

গাজীপুরের শ্রীপুরে সরকারি নির্দেশ অমান্য করে সুন্নতে খৎনার আয়োজন করায় শরীফুল ইসলাম নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার দুপুর ২টায় ভ্রাম্যমাণ আদালত এ অর্থ আদায় করেন। অভিযুক্ত ব্যক্তি উপজেলার বরমী দক্ষিণপাড়া এলাকার শরীফুল ইসলাম।

ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ শামছুল আরেফীন জানান, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে আগে থেকেই সচেতনতার জন্য সভা-সমাবেশ, গণজমায়েত বা আচার অনুষ্ঠান নিষিদ্ধ ঘোষণা করা হয়। এর মধ্যে শরীফুল ইসলাম কমপক্ষে ৫০০ মানুষকে আমন্ত্রণ জানিয়ে সুন্নতে খৎনার আয়োজন করেছিলেন।

তিনি বলেন, এ আয়োজনের খবর পেয়ে বৃহস্পতিবার তাকে অনুষ্ঠান করা থেকে বিরত থাকতে বলা হয়েছিল। কিন্তু তিনি তা অমান্য করায় শুক্রবার দুপুরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা ও আদায় করা হয়।

এছাড়াও ওই আয়োজনে দুজন প্রবাস ফেরত আমন্ত্রিত ছিলেন। মনসুর ও রতন নামে ওই দুজন ব্যক্তি একজন আলজেরিয়া ও একজন সিঙ্গাপুর থেকে গত ফেব্রুয়ারি মাসের শেষ দিকে দেশে ফেরেন। তাদের কোয়ারেন্টাইন পিরিয়ড অতিক্রম হয়ে গেছে। ফলে তাদের ব্যাপারে ভ্রাম্যমাণ আদালত কোনো সিদ্ধান্ত দেয়নি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply