হ্যান্ড স্যানিটাইজার বানিয়ে বিতরণ করছেন নারায়ণগঞ্জের কাউন্সিলর

|

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে হ্যান্ড স্যানিটাইজার বানিয়ে বিনামূল্যে বিতরণ কার্যক্রম চালাচ্ছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এর ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ।

নিজ বাড়ির আঙিনায় পরিবারের সদস্য ও এলাকাবাসীকে সাথে নিয়ে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে তৈরি হচ্ছে এই হ্যান্ড স্যানিটাইজার। দাতব্য সংস্থা বিদ্যানন্দ এর কাছ থেকে প্রাপ্ত ফর্মুলা অনুযায়ী দেশীয় কাঁচামাল দিয়ে খুব কম খরচে তৈরি হচ্ছে এই হ্যান্ড স্যানিটাইজার।

ইতোমধ্যেই দুই হাজার মানুষের ভেতর এটি বিতরণ করা হয়েছে। আরও ১০ হাজার কৌটা আজকেই বিতরণ করার লক্ষ্য নিয়ে কাজ করছেন স্বেচ্ছাসেবীরা।

কাউন্সিলর খোরশেদ বলেন, বাড়িতে বৈশ্বিক মানুষের জন্য কিছু করার তাগিদ থেকেই এই কার্যক্রম আমরা শুরু করেছি। আমাদের সাধ্য এবং সামর্থ্য অনুযায়ী এই প্রক্রিয়ায় কাজ চালিয়ে যাবো। তবে হ্যান্ড স্যানিটাইজার বানানোর কেমিক্যাল এর দাম দোকানিরা ইচ্ছামত বাড়িয়ে দিচ্ছেন এমন অভিযোগ করেছেন কাউন্সিলর।

এর আগে নগরীর ১২ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর শওকত হাসেম শকু বিনামূল্যে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply