পাকিস্তানকে বরাদ্দ সামরিক তহবিল স্থগিত করলো যুক্তরাষ্ট্র

|

Demonstrators shout anti-U.S. slogans at a protest in Karachi, Pakistan, on Tuesday, a day after President Trump tweeted that Pakistan has "given us nothing but lies

পাকিস্তানের জন্য বরাদ্দকৃত সামরিক ও নিরাপত্তা তহবিল স্থগিত করলো যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার, পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে আসে এই ঘোষণা।

মন্ত্রণালয়ের মুখপাত্র হিদার নোয়ের্ট জানান, তালেবান এবং হাক্কানি নেটওয়ার্কের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ না নেয়া পর্যন্ত ইসলামাবাদকে কোন সহায়তা দেয়া হবে না। তবে, ঠিক কি পরিমাণ অর্থ বরাদ্দ ফিরিয়ে নেয়া হবে, তা স্পষ্ট করা হয়নি। নোয়ের্ট বলেন, পাক প্রশাসনের সন্ত্রাসবাদ বিরোধী উদ্যোগের ওপর নির্ভর করবে সবকিছু। বছরের প্রথম টুইট বার্তায় পাকিস্তানকে মিথ্যাবাদী ও প্রতারক আখ্যা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের অভিযোগ, গেলো ১৫ বছরে সন্ত্রাসবাদ বিরোধী অভিযানের নামে ওয়াশিংটনের কাছ থেকে ৩৩ বিলিয়ন ডলারের বেশি তহবিল হাতিয়ে নিয়েছে ইসলামাবাদ।

 


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply