প্রতিদিনই মৃত্যুর নতুন রেকর্ড গড়ছে ইতালি, ২৪ ঘণ্টায় ৭৯৩ জনের মৃত্যু

|

করোনাভাইরাসে ইতালিতে একদিনে রেকর্ড ৭৯৩ জনের মৃত্যুর পর দেশটিতে মৃতের সংখ্যা দাঁড়ালো ৪ হাজার ৮২৫ জনে। দেশটিতে মোট আক্রান্ত ৫৩ হাজার ৫শ’য়ের বেশি।

বিশ্বজুড়ে ১৮৮ দেশে ছড়িয়েছে কোভিড নাইনটিন সংক্রমণ। মৃতের সংখ্যা ১৩ হাজার ছাড়িয়েছে। আক্রান্ত ৩ লাখের বেশি। কেবল ইউরোপেই করোনাভাইরাস আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে। ইউরোপের আরেক দেশ স্পেনে একদিনে মৃত্যু হয়েছে ২৮৫ জনের।

অবনতির দিকে ফ্রান্সের পরিস্থিতিও। এক দিনে প্রাণ গেছে ১১২ জনের। ভাইরাসের বিস্তার ঠেকাতে বিভিন্ন দেশে আরও কড়াকড়ি আরোপ হয়েছে। সংযুক্ত আরব আমিরাতে পার্ক, জিম ও সব ধরণের বিনোদন কেন্দ্র বন্ধ করে দিয়েছে। বলিভিয়ায় পিছিয়ে দেয়া হয়েছে প্রেসিডেন্ট নির্বাচন। কোভিড নাইনটিন দ্রুত শনাক্তে নতুন এক ধরণের কিটের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply