অবরুদ্ধ গাজায় করোনাভাইরাসের হানা

|

প্রথমবারের মতো অবরুদ্ধ ফিলিস্তিনে শনাক্ত হলো নভেল করোনাভাইরাস। রোববার, দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করে এ তথ্য।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ইউসূফ আবু আল রিশ জানান, সম্প্রতি পাকিস্তান থেকে ফেরেন ওই নাগরিকরা। কোয়ারেন্টাইনে থাকাকালে শরীরিকভাবে অসুস্থ হয়ে পড়ায়, তাদের করোনাভাইরাস পরীক্ষা করায় কর্তৃপক্ষ। বর্তমানে, গাজা উপত্যকার একটি আইসোলেশন সেন্টারে রাখা হয়েছে তাদের।

প্রাণঘাতী মহামারীর উপস্থিতি নিশ্চিতের পর ছড়িয়েছে উদ্বেগ। কারণ, অবরুদ্ধ অঞ্চলটির স্বাস্থ্য ও চিকিৎসা কাঠামো খুবই দুর্বল। একারণেই, নেয়া হয়েছিলো প্রতিরোধ ব্যবস্থা। করোনার বিস্তার রোধে ইসরায়েল ও মিশর থেকে ফিলিস্তিনে প্রবেশ করা প্রায় ১৩শ’ মানুষকে হাসপাতাল, হোটেল ও স্কুলে কোয়ারেন্টাইনে রেখেছে প্রশাসন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply