পটুয়াখালীতে পাঁচ দোকানে ৭০ হাজার টাকা জরিমানা

|

পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালী জেলায় গত দুইদিনে ৪৭টি ভ্রাম্যমাণ আদলতে প্রায় সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা আদায়ের পর রবিবার থেকে জেলা শহরের বিভিন্ন বাজার কিছুটা নিয়ন্ত্রণে এসেছে।

রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসন, র‌্যাবসহ অন্যান্য দপ্তরের পরিচালিত ভ্রাম্যামাণ আদালতে পাঁচটি দোকানে ৭০ হাজার টাকা আর্থিক জরিমানা আদায় করা হয়।

এ সময় করোনাভাইরাস ইস্যুকে কেন্দ্র করে অসাধু, মুনাফাখোর ব্যবসায়ী কর্তৃক নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর মূল্যবৃদ্ধির অভিযোগ এবং পূর্ব ঘোষিত মূল্য তালিকা না থাকায় সততা বানিজ্যালয়কে ৫০ হাজার টাকা, খোরশেদ স্টোরকে ২ হাজার টাকা, মোশারফ স্টোরকে ৫ হাজার টাকা, রাসেল স্টোরকে ১০ হাজার টাকা, আলমগীর ফল ভান্ডারকে ৩ হাজার টাকাসহ সর্বমোট ৭০ হাজার টাকা অর্থ দন্ড প্রদান করা হয়।

নিবার্হী ম্যাজিস্ট্রেট মাহবুবুল ইসলাম ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারায় অভিযুক্ত দোকানের ব্যবসায়ীদের জরিমানা করেন। এ সময় র‌্যাব-৮ পটুয়াখালী ক্যাম্প এর কোম্পানী অধিনায়ক মোঃ রইছ উদ্দিন এবং জেলা স্যানিটারী ইন্সপেক্টর মোঃ মহিউদ্দিন এ সময় উপস্থিত ছিলেন। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্টরা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply