করোনা আতঙ্ক: বাগেরহাটে বায়োমেট্রিক হাজিরা বন্ধ

|

বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটে প্রাণঘাতি করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে জেলাজুড়ে সকল সরকারী, আধাসরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের বায়োমেট্রিক হাজিরা বন্ধ করে দেয়া হয়েছে।

রবিবার সকাল থেকে এই নির্দেশনা কার্যকর করতে অভিযান চালাচ্ছে পুলিশ ও উপজেলা প্রশাসন। জেলা স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।

একইসাথে ও ছোট-বড় সকল হোটেল, রেষ্টুরেন্ট, চায়ের দোকান থেকে কেরাম খেলা ও টেলিভিশন চালানো বন্ধ করে দেয়া হয়েছে।

বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবীর জানান, পুলিশ ও উপজেলা প্রশাসন শীর্ষ কর্মকর্তারা বিভিন্ন জনগুরুত্বপূর্ণ এলাকায় ঘুরে ঘুরে এ নির্দেশনা কার্যকরে অভিযান চালাচ্ছে। পাশাপাশি তারা করোনাভাইরাস সম্পর্কে জনগনকে সচেতন করছেন।

জেলাব্যাপী এসব কর্মকর্তারা বিনা প্রয়োজনে চায়ের দোকান, বাজার বা রাস্তাঘাটে না যেতে ও গণপরিবহনে না চড়তে পরামর্শ দিচ্ছেন। দিনব্যাপী অভিযানে জেলার ৯টি উপজেলার বিভিন্ন দোকান থেকে টেলিভিশন ও কেরাম অপসারণ করা হয়েছে। চায়ের দোকানে ভিড় কমাতে টিভি ও কেরাম অপসারণ করা হয়েছে বলেও জানান এই কর্মকতা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply