করোনা শনাক্তকরণ কীট ও সুরক্ষাসামগ্রী আমদানির ওপর সকল শুল্ক প্রত্যাহার

|

কোভিড-১৯ শনাক্তকরণ কীট, আ্যলকোহল, সুরক্ষা পোশাকসহ প্রয়োজনীয় কাঁচামাল আমদানির ওপর সকল ধরনের শুল্ক প্রত্যাহার করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। রোববার (২২ মার্চ) এনবিআর এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকার জনস্বার্থে এনবিআরের সঙ্গে আলোচনা করে করোনাভাইরাসের বৈশ্বিক মহামারি মোকাবিলায় ১৭টি পণ্যে আমদানির ক্ষেত্রে আরোপিত সমুদয় আমদানি শুল্ক, রেগুলেটরি ডিউটি, সম্পূরক শুল্ক, মূল্য সংযোজন কর (ভ্যাট), আগাম কর এবং অগ্রীম আয়কর প্রদান হইতে অব্যাহতি দেওয়া হইলো। এই সুবিধা আগামী ৩০ জুন পর্যন্ত পাওয়া যাবে।

তবে যারা এই পণ্যগুলো আমদানি করবে তাদের জন্য দুইটি শর্ত আরোপ করেছে এনবিআর। শর্ত দুটি হলো: ১. ওষুধ প্রশাসন অধিদফতর অনুমোদিত পরিমাণ পণ্য আমদানির ক্ষেত্রে এই সুধিবা পাবে। ২. আমদানি করা পণ্য মানসম্মত কিনা, তা ওষুধ প্রশসন অধিদফতর নিশ্চিত ও নিয়মিত মনিটরিং করবে।

কর ছাড় পাওয়া পণ্যের তালিকায় পিপিই (পারসোনাল প্রটেকটিভ ইক্যুইপমেন্ট), জীবাণুনাশক হ্যান্ড স্যানিটাইজারের কাঁচামাল, করোনাভাইরাস পরীক্ষার কিট ও রি–এজেন্ট, সার্জিক্যাল মাস্ক ইত্যাদি অন্যতম।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply