করোনাভাইরাস: পিএসএল বন্ধে পাকিস্তানের ক্ষতি ২০০ মিলিয়ন

|

করোনাভাইরাসের প্রভাবে পিএসএল স্থগিত হওয়ার কারণে পাকিস্তানের ক্ষতি হবে প্রায় দুই’শ মিলিয়ন রুপি। বাংলাদেশ মুদ্রায় ১০৬ মিলিয়ন টাকা।

খেলা বন্ধ হয়ে যাওয়ায় বড় ধরনের আর্থিক ক্ষতির কথা জানালো পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। করোনাভাইরাস আতঙ্কে দুই সেমিফাইনাল ও ফাইনালের আগেই হঠাৎ করেই স্থগিত হয়ে গেলো পাকিস্তান সুপার লিগ (পিএসএল)।

উল্লেখ্য, এপ্রিলের শুরুতে একটি টেস্ট ও একটি ওয়ানডে ম্যাচ খেলতে পাকিস্তান সফরে যাওয়ার কথা ছিল বাংলাদেশ দলের। করোনাভাইরাসের কারণে পাকিস্তান-বাংলাদেশের মধ্যকার দ্বিপাক্ষিক এই সিরিজটিও স্থগিত হয়।

এছাড়া এই সিরিজটি স্থগিত হওয়ায় পাকিস্তান ক্রিকেট বোর্ডের ক্ষতি হবে আরও ৩-৪ মিলিয়ন রুপি।

তবে আগামী এক বছরের মধ্যেই পাকিস্তান এই আর্থিক ক্ষতি পুষিয়ে উঠতে পারবেন বলে জানালেন পিসিবি’র প্রধান নির্বাহী কর্মকর্তা ওয়াসিম খান।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply