কাঁচাবাজার, মুদি, ওষুধ ও নিত্য প্রয়োজনীয় পণ্যের বাদে ঢাকার সকল দোকান বন্ধের ঘোষণা

|

করোনা সংক্রমণ প্রতিরোধ করতে আগামী ২৫ মার্চ (বুধবার) থেকে ৩১ মার্চ (মঙ্গলবার) পর্যন্ত ঔষধ, মুদি, কাঁচাবাজার, মোবাইল রিচার্জ ও নিত্য প্রয়োজনীয় জিনিষপত্রের দোকান
ব্যতীত ঢাকা মহানগরীর সকল দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ঢাকা মহানগর দোকান মালিক সমিতি

আজ রোববার সংগঠনটির সভাপতি জনাব তৌফিক এহেসান ও সাধারণ সম্পাদক জনাব আরিফুর রহমান টিপু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়- করোনাভাইরাস প্রতিরোধ ও বর্তমান পরিস্থিতি মোকাবেলায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃতীত সিদ্ধান্ত অনুযায়ী হাসপাতাল, ক্লিনিক, প্রাথমিক স্বাস্থ্য সেবা, ঔষধের দোকান, ব্যাংক-এটিএম বুথ, ফলের দোকান, মুদি দোকান, কাঁচা বাজা, মাছ-মাংসের দোকান, স্টেশনারী-হার্ডওয়্যার, মোবাইল ফ্ল্যাক্সি লোড এবং শুধুমাত্র নিত্য প্রয়োজনীয় জিনিষপত্রের দোকান-পাট ছাড়া ঢাকা মহানগরীর সকল শপিংমল, বিপনি বিতান ও দোকান আগামী ২৫ মার্চ ২০২০ইং থেকে ৩১ মার্চ ২০২০ইং পর্যন্ত বন্ধ রাখার জন্য কর্তৃপক্ষকে অনুরোধ করা হলো।

এরআগে, রোববার বাংলাদেশ দোকান মালিক সমিতির মহাসচিব মো: জহিরুল হক ভূইঁয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এমন সিদ্ধান্তের কথা জানানো হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply