জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল কোয়ারেন্টাইনে

|

করোনাভাইরাস সতর্কতায় কোয়ারেন্টাইনে গেছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। রোববার এ তথ্য জানিয়েছেন তার মুখপাত্র স্টিফেন সেইবার্ট।

তিনি বলেন, শুক্রবার এক ডাক্তারের সাথে বৈঠক করেন মার্কেল। পরে সেই ডাক্তাদের শরীরে করোনাভাইরাস ধরা পড়লে কোয়ারেন্টাইনের সিদ্ধান্ত নেন জার্মান চ্যান্সেলর। এ সময় তিনি বাড়িতে থেকেই সরকারি সব কার্যক্রম চালাবেন।

দেশটিতে এখন পর্যন্ত প্রাণ গেছে ৯৩ জনের। ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছে প্রায় আড়াই হাজার। এছাড়া মোট আক্রান্তের সংখ্যা ২৪ হাজারের বেশি। সংক্রমণ ছড়িয়ে পড়া ঠেকাতে সীমান্ত বন্ধ করে দিয়েছে দেশটি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply