নিরাপদ পরিবেশের দাবিতে কলম্বিয়ায় কারাগারে সংঘর্ষ, নিহত ২৩

|

কলম্বিয়ার রাজধানী বোগোটায় একটি কারাগারে করোনাভাইরাস সংক্রমণ মোকাবেলায় কারাগারে নিরাপদ পরিবেশ নিশ্চিত করার জন্য কয়েদী ও তাদের স্বজনদের প্রতিবাদের সময় নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষের ঘটনায় প্রাণ গেছে ২৩ কয়েদির। আহত আরও ৮৩ জন।

আহতদের মধ্যে বেশ কয়েকজন কারা-রক্ষীও রয়েছেন। রোববার দেশটির বিচার মন্ত্রী নিশ্চিত করেছেন এ তথ্য।

কর্তৃপক্ষ জানিয়েছে, করোনাভাইরাস পরিস্থিতিতে কারাগারের পরিবেশ নিয়ে প্রতিবাদ জানাচ্ছিলো কয়েদিরা। একই সময়ে কারাগারের বাইরে জড়ো হয় বন্দীদের স্বজনরা। ভিতরে থাকা আত্মীয়দের সম্পর্কে জানতে চাইলে শুরু হয় নিরাপত্তা বাহিনীর সাথে তর্কাতর্কি। কিছুক্ষণের মধ্যেই সংঘর্ষে গড়ায় বিবাদ।

নিরাপত্তা কর্মীদের সাথে হাতাহাতি, অগ্নিসংযোগ ও ইট পাটকেল ছোড়ে স্বজনরা। পাল্টা ব্যবস্থা নেয় কারা-রক্ষীরা। ব্যাপক উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। এ ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply