মিশরে পর্যটকবাহী বেলুন দুর্ঘটনায় নিহত ১

|

মিশরে একটি পর্যটন বেলুন বিধ্বস্ত হয়ে একজন নিহত ও সাতজন আহত হয়েছে। বেলুনটি ২০ জন পর্যটক নিয়ে আকাশে উড়ছিলো। আজ শুক্রবার মিশরের পুরাতন শহর লুক্সরে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, বাতাসের অতিরিক্ত গতির কারণে এদুর্ঘটনা ঘটে। তবে কোন কোন দেশের নাগরিক এই্ দুর্ঘটনার শিকার হয়েছেন তা এখনও জানা যায়নি।
এদিকে শহরের গর্ভনর মোহাম্মদ বদরী বলেন, দুর্ঘটনার পর পর পর্যটকদের হাসপাতালে নেয়া হয়েছে। তবে তাদের বর্তমান অবস্থা এখনই বলা যাচ্ছে না।
তবে এটাই এধরনের প্রথম দুর্ঘটনা নয়। এর আগে ২০১৩ সালে ১৯ জন বিদেশী পর্যটক বেলুনে আগুন ধরে নিহত হয়। ২০১৬ সালে মিশরে ২২ চীনা নাগরিক এরকম দুর্ঘটনার শিকার হলে এই বেলুন উড়া সাময়িকভাবে বন্ধ করে দিয়েছিলো। এরপর আবার চালু হলে ক্যামেরা দিয়ে মনিটরিং করা হয়। দুই হাজার মিটারের ওপরে উঠতে নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
টিবিজেড/

 

 

 


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply