পোশাক শিল্পে ভায়াবহ বিপর্যয় চলছে: রুবানা হক

|

করোনা ভাইরাসের কারণে বেশ খারাপ প্রভাব পড়েছে দেশের তৈরি পোশাক শিল্পে। একের পর এক অর্ডার বাতিল হওয়ায় বিপুল পরিমাণ ক্ষতির মুখে পরেছে গার্মেন্টস শিল্প।

এমন অবস্থায় উদ্বেগ প্রকাশ করেন বাংলাদেশ পোশাক উৎপাদন ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি রুবানা হক।

রোববার এক ভিডিও বার্তায় তিনি এমন উদ্বেগের কথা জানিয়ে তিনি বলেন, ‘ভয়াবহ অবস্থা চলছে আমাদের। বিভিন্ন দেশ ও মহাদেশ থেকে সমস্ত ক্রেতারা তাদের সমস্ত ক্রয়াদেশ (অর্ডার) আপাতত বাতিল করছেন। তারা বলেছেন স্থগিত, তবে আমাদের জন্য স্থগিত ও বাতিল একই জিনিস।’

তিনি বলেন, বিজিএমই’র কাছে থাকা তথ্য মোতাবেক এখন পর্যন্ত ১ হাজার ৮৯টি কারখানার ৮৭ কোটি ৩২ লাখ ৩৬ হাজার ৬২২টি অর্ডার বাতিল হয়েছে। এসব অর্ডারের আর্থিক মূল্য ১ দশমিক ৪৮ বিলিয়ন মার্কিন ডলার।

এছাড়াও এসব কারখানায় কাজ করা প্রায় ১২ লাখ শ্রমিকের ভবিষ্যত নিয়েও তৈরি হয়েছে দুশ্চিন্তা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply