লকডাউনের বিষয়ে প্রধানমন্ত্রীই সিদ্ধান্ত নিবেন: ওবায়দুল কাদের

|

করোনা সংক্রমণ রোধে লকডাউনের বিষয়ে মাথা গরম করে সিদ্ধান্ত নেয়া যাবে না। যে সিদ্ধান্ত নেয়া হবে তা প্রধানমন্ত্রীই নিবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ সোমবার দুপুরে সচিবালয়ে ব্রিফিংয়ে এমন তথ্য জানান ওবায়দুল কাদের।

এসময় তিনি বলেন, করোনাভাইরাস মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ৫০০ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। ২৫ মার্চ জাতির উদ্দেশে দেয়া ভাষণে এ বিষয়ে দিক নির্দেশনা দেবেন প্রধানমন্ত্রী।

এসময় দোষারোপ ও গুজব না ছড়িয়ে করোনা মোকাবেলায় সম্মিলিতভাবে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, তথ্য গোপনের কিছু নেই, বাস্তাবতা অস্বীকার করারও উপায় নেই। জনসমাগম না হয় এমনভাবে প্রচারণা চালাতে হবে করোনার বিরুদ্ধে। খাদ্য সংকট সৃষ্টি ও গুজবের বিরুদ্ধে অবস্থান নিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন তিনি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply