করোনার চিকিৎসায় ‘হাইড্রোক্সি-ক্লোরোকুইন’ ব্যবহারের অনুমতি দিলো জর্ডান

|

করোনাভাইরাস কোভিড১৯র চিকিৎসায় অ্যান্টিভাইরালের পাশাপাশি, ম্যালেরিয়ার ওষুধ ‘হাইড্রোক্সি-ক্লোরোকুইন’ ব্যবহারের অনুমতি দিলো জর্ডান। কেবলমাত্র গুরুতর অসুস্থ রোগীদের ক্ষেত্রে এ বিধান দিয়েছে দেশটির খাদ্য ও ওষুধ প্রশাসন।

রোববার এ তথ্য নিশ্চিত করেন সংস্থাটির প্রধান ড. হায়েল ওবাইদাত।

তিনি জানান, দেশে রোগীর সংখ্যা ক্রমশ বাড়তে থাকায় যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন গবেষণার ভিত্তিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। পর্যাপ্ত সরবরাহ নিশ্চিতে সাধারণ ক্রেতারা যেন ওষুধটি মজুদ করতে না পারে, সেজন্য ফার্মাসিতে ওষুধটি বিক্রিও নিষিদ্ধ করা হয়েছে।

করোনাভাইরাসের বিস্তার রোধে জর্ডানে জারি রয়েছে কারফিউ; বন্ধ রয়েছে প্রতিবেশি দেশগুলোর সাথে স্থল ও নৌ যোগাযোগ।

রোগের চিকিৎসায় অ্যান্টিবায়োটিকের সাথে ‘হাইড্রোক্সি-ক্লোরোকুইন’-এর ব্যবহার উপকারী বলে সম্প্রতি এক গবেষণায় দাবি করে ফ্রান্স। শনিবার মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসনকে ক্লিনিক্যাল ট্রায়ালের নির্দেশ দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply