গণপরিবহন চলাচল সীমিত, জনগণকে পরিহারে পরামর্শ

|

২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সরকারি-বেসরকারি সব অফিস বন্ধ থাকবে। চালু থাকবে হাসপাতালসহ জরুরি সেবা। এ তথ্য জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। সোমবার বিকেলে সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি আরও জানান, সামাজিক দূরত্ব নিশ্চিতে কাল থেকে মাঠে থাকবে সেনাবাহিনী। ছুটির সময় গণপরিবহন চলবে সীমিত আকারে।

গণপরিবহণ নিয়ে ব্রিফিংয়ে বলা হয়, গণপরিবহন চলাচল সীমিত থাকবে। কিন্তু গণপরিবহন বন্ধ থাকবে না। জনসাধারণকে যথাসম্ভব গণপরিবহন পরিহারে পরামর্শ দেয়া হচ্ছে। যারা জরুরি প্রয়োজনে গণপরিহন ব্যবহার করবে তাদের অবশ্যই করোনাভাইরানের সংক্রমিত হওয়া থেকে মুক্ত থাকার ব্যবস্থা গ্রহণ করতে হবে। গাড়ি চালক ও সহকারীগণকে অবশ্যই মাস্ক ও গ্লাভস পড়াসহ পর্যাপ্ত সতর্কমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply