ভারত থেকে আসা রোহিঙ্গা পরিবার কোয়ারেন্টাইনে

|

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের টেকনাফে ভারত থেকে অবৈধভাবে আসা এক রোহিঙ্গা পরিবারকে কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে। সোমবার (২৩ মার্চ) দুপুরে টেকনাফের লেদা রোহিঙ্গা শিবির হতে দুই শিশুসহ চারজনের পরিবারটিকে কোয়ারেন্টাইনে নেওয়া হয়। তারা এখন ইউএনএইচসিআর এর তত্ত্বাবধানে নাইক্ষ্যংছড়ি ঘুমধুমে কোয়ারেন্টাইনে রয়েছেন।

লেদা শিবিরের রোহিঙ্গারা জানায়, গত রোববার (২২ মার্চ) রাত ৮টার দিকে ভারত থেকে পালিয়ে রোহিঙ্গা পরিবারটি গোপনে লেদা রোহিঙ্গা বস্তিতে সাদেকের পিতা মোস্তাকের ঘরে আশ্রয় নেয়। সকালে বিষয়টি রোহিঙ্গা নেতৃবৃন্দের কানে এলে ক্যাম্প প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও আইওএম কর্তৃপক্ষকে অবহিত করা
হয়। এসময় ভারত ফেরত ওই রোহিঙ্গা পরিবারকে দ্রুত হোম কোয়ারেন্টাইনে প্রেরণ করা হয়।

এ বিষয়টি নিশ্চিত করে ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের প্রতিনিধি, টেকনাফের নয়াপাড়া ও লেদা রোহিঙ্গা ক্যাম্পের ইনচার্জ (সিআইসি) আব্দুল হান্নান বলেন, গত রোববার রাতে ভারতের হায়দারাবাদ থেকে বাংলাদেশে প্রবেশ করেছে পরিবারটি। ইতোমধ্যে তাদের আইওএমের মাধ্যমে ইউএনএইচসিআর এর কাছে হস্তান্তর করা হয়েছে।

টেকনাফের লেদা রোহিঙ্গা শিবিরের চেয়ারম্যান মোহাম্মদ আলমও ভারত থেকে আসা পরিবারটির কোয়ারেন্টাইনে রাখার খবর নিশ্চিত করেন।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, রোহিঙ্গাদের অবৈধ যাতায়াত টেকনাফকে ঝুঁকির মধ্যে ফেলছে। তিনি রোহিঙ্গা পরিবারটিকে কোয়ারেন্টাইনে নেওয়ার সত্যতা নিশ্চিত করেন।

তিনি আরও বলেন, বিদেশ ফেরতদের তালিকায় অনেককে খুঁজে পাওয়া যাচ্ছে না। ধারণা করা হচ্ছে এরা রোহিঙ্গা। তাই উদ্বেগ বাড়ছে এখানেই।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply