হোয়াটসঅ্যাপে করোনা নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য

|

মহামারী করোনাভাইরাস নিয়ে বিশ্বে অসংখ্য গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে বেড়াচ্ছে একশ্রেণির দুষ্কৃতকারীরা। এসব ঠেকাতে হোয়াটসঅ্যাপে করোনাভাইরাস সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তথ্য দিচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তাদের এ সেবা নিতে পারছে যে কোনো হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী। ফলে ম্যাসেজিং সেবাটির মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সরাসরি হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের কাছে তথ্য পৌঁছাতে পারবে।

তাদের দেয়া নম্বর +৪১৭৯৭৮১৮৭৯১ মোবাইলে সেইভ করে হোয়াটসঅ্যাপ থেকে শুধু ‘Hi’ লিখে সেন্ড করলেই আক্রান্তের সংখ্যা কত, নিজেকে সুরক্ষিত রাখতে কী করতে হবে সব জানিয়ে দেবে।

এমনকি বিভিন্ন প্রশ্নের উত্তর, তথ্য যাচাই, ভ্রমণবিষয়ক পরামর্শ ও নির্ভরযোগ্য সংবাদ মাধ্যমের খবর জানতে প্রতিটি বিষয়ের পাশে থাকা নির্ধারিত সংখ্যা লিখে সেন্ড করতে হবে। কয়েক সেকেন্ডের মধ্যেই বিস্তারিত তথ্য জানাবে তারা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply