করোনার বিস্তার রোধে ঢাবি এলাকায় প্রবেশে কড়াকড়ি

|

প্রাণঘাতী করোনাভাইরাস বা কোভিড১৯’র সংক্রমণ ও বিস্তার ঠেকাতে এবার প্রবেশের উপর কড়াকড়ি আরোপ করাসহ সোশ্যাল আইসোলেশন কার্যকরা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়।

আজ মঙ্গলবার এমন তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. গোলাম রব্বানী।

প্রক্টর বলেন, করোনার বিস্তার ঠেকাতে এমন পদক্ষেপ নিয়েছে প্রশাসন। কোন জরুরি কাজ ছাড়া বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে সেই সাথে সোশ্যাল আইসোলেশন কার্যকরে ব্যবস্থা নেয়া হয়েছে।

একইসাথে ভাইরাসের বিস্তার রোধে অন্যান্য প্রয়োজনীয় পদক্ষেপও গ্রহণ করা হবে বলে জানান প্রক্টর।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply