করোনাভাইরাস: ব্যাংকিং কার্যক্রম চলবে ২ ঘণ্টা

|

করোনাভাইরাস প্রতিরোধে আগামী ২৯ মার্চ থেকে ৪ এপ্রিল সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। তবে সীমিত আকারে চলবে ব্যাংকিং কার্যক্রম। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক কিছু নির্দেশনা দিয়েছে। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে নির্দেশনাগুলো দেয় বাংলাদেশ ব্যাংক।

নির্দেশনাগুলো হলো-শুধুমাত্র নগদ জমা ও উত্তোলনের জন্য অনলাইন সুবিধা সম্বলিত ব্যাংক সমূহের ক্ষেত্রে গ্রাহকদের সার্বিক সুবিধা নিশ্চিত করে শাখা সমূহের মধ্যে দূরত্ব বিবেচনা করে প্রয়োজনীয় সংখ্যক শাখা খোলা রাখতে হবে। অনলাইন সুবিধা বহির্ভূত শাখাসমূহে শুধুমাত্র নগদ অর্থ জমা ও উত্তোলন এর জন্য খোলা থাকবে।

শুধুমাত্র জরুরি বৈদেশিক লেনলেদের জন্য এডি শাখাসমূহ খোলা থাকবে। উপরোক্ত সব ধরনের দৈনিক ব্যাংকিং লেনদেনের ক্ষেত্রে সময় হবে সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত। লেনদেন পরবর্তী আনুসঙ্গিক কাজ করার জন্য শাখা এবং প্রধান শাখাসমূহ দুপুর ১ টা ৩০ মিনিট পর্যন্ত খোলা রাখা যাবে

এটিএম এবং কার্ডের মাধ্যমে লেনদেন চালু রাখার সুবিধার্থে বুথ সমূহে পর্যাপ্ত টাকা রাখার ব্যবস্থা নিশ্চিত করতে হবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply