স্বাস্থ্যকর্মীদের বিনামূল্যে খাবার দেবেন রবি বোপারা

|

করোনাভাইরাসের প্রাদুর্ভাব বিশ্বজুড়ে। এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত ৪ লাখের বেশি মানুষ। মারা গেছে ১৮ হাজার। যুক্তরাজ্যেও ভাইরাসটি ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি সামল দিতে হিমশিম খেতে হচ্ছে ক্ষমতাধর রাষ্ট্রটিকেও। স্বাস্থ্যকর্মীরা বাড়তি দায়িত্ব পালন করছেন। মরণঘাতি এই ভাইরাসে থেকে মুক্ত করতে সাধ্যমতো চেষ্টা করছেন এসব কর্মীরা।

এদিকে, স্বাস্থ্যকর্শীদের জন্য বিনামূল্যে খাবার ব্যবস্থা করার ঘোষণা দিয়েছেন সাবেক ইংলিশ তারকা ক্রিকেটার রবি বোপারা। নিজের রেস্তোরা স্যাম’স কিচেন থেকে এই খাবার সরবরাহের বিষয়টি টুইট বার্তায় নিশ্চিত করেছেন তিনি।

টুইট বার্তায় তিনি লেখেন, যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিসের স্টাফরা জাতীয় বীর, যে কারণে তাদের জন্য কিছু করতে পারা গর্বের বিষয়। বোপারা এই কার্যক্রমের নাম দিয়েছেন, ‘ফ্রি ফুড ফর আওয়ার হিরো’স’।

যুক্তরাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা সাড়ে ৬ হাজার। আর মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৩০০’র বেশি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply