২৪ ঘণ্টার ব্যবধানে রেকর্ড ২৩শ’ মানুষের প্রাণ গেলো করোনাভাইরাসে

|

NEW YORK, NY - MARCH 24: Doctors test hospital staff with flu-like symptoms for coronavirus (COVID-19) in set-up tents to triage possible COVID-19 patients outside before they enter the main Emergency department area at St. Barnabas hospital in the Bronx on March 24, 2020 in New York City. New York City has about a third of the nations confirmed coronavirus cases, making it the center of the outbreak in the United States. (Photo by Misha Friedman/Getty Images)

বিশ্বে করোনাভাইরাসের প্রকোপে ২৪ ঘণ্টার ব্যবধানে রেকর্ড ২৩শ’ মানুষ প্রাণ হারিয়েছে। নতুনভাবে আক্রান্ত সাড়ে ৪২ হাজার।

এরমাঝে, ইউরোপের দেশগুলোয় সর্বোচ্চ মৃত্যুহার রেকর্ড করা হয়েছে। শুধু ইতালি-স্পেন-ফ্রান্সেই ১৬শ’ ৬৩ জনের মৃত্যু হয়েছে; দেশগুলোয় নতুনভাবে আক্রান্ত সাড়ে ১৪ হাজার। এদিকে, শুধু যুক্তরাষ্ট্রেই একদিনের ব্যবধানে প্রাণঘাতি ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ১০ হাজারের মতো মানুষ; দেশটিতে নতুনভাবে মারা গেছেন ১৪৫ জন। মধ্যপ্রাচ্যের দেশ ইরানেও পরিস্থিতি অপরিবর্তিত; একদিনে মৃত্যু হয়েছে ১২২ জনের; আক্রান্ত ১৭শ’র বেশি।

এদিকে, করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে ভারতে চলছে ২১ দিনের লকডাউন। তিন মাসে ১৯৭ দেশে বিস্তার ঘটেছে প্রাণঘাতী কোভিড নাইনটিনের। প্রাণহানি ১৯ হাজারের কাছাকাছি; আক্রান্ত ৪ লাখ ২১ হাজারের বেশি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply