রংপুর বিভাগে হোম কোয়ারেন্টাইনে আরও ১৩৯ বিদেশ ফেরত

|

স্টাফ রিপোর্টার:

রংপুর বিভাগের আট জেলায় গত ২৪ ঘণ্টায় হোম কোয়ারেন্টাইনে গেছেন বিদেশ ফেরত আরও ১৩৯ জন। এনিয়ে এই বিভাগে মোট হোম কোয়ারেন্টাইনে আছেন ১ হাজার ৮৩২ জন।

রংপুর স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক ও করোনা বিষয়ক ফোকাল পারসন জেড এম সিদ্দিকী জানান, বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত এই বিভাগের ৮ জেলায় মোট ২ হাজার ৭১৯ জন হোম কোয়ারেন্টাইনে গেছেন। এর মধ্যে ছাড়পত্র দেয়া হয়েছে ৮৯০ জনকে। এখন হোম কোয়ারেন্টাইনে আছেন ১ হাজার ৮৩২ জন। যাদের মধ্যে গত ২৪ ঘণ্টায় কোয়ারেন্টাইনে গেছেন ১৩৯ জন।

তিনি আরও জানান, কোয়ারেন্টাইনে থাকাদের মধ্যে রংপুরে ৩৬৩, পঞ্চগড়ে ৬৯৬, নীলফামারীতে ৩০৩, লালমনিরহাটে ১৮৬, কুড়িগ্রামে ৩১২, ঠাকুরগাঁওয়ে ৪৫৫, দিনাজপুরে ৪১৭ এবং গাইবান্ধায় ৩৪৪ জন আছেন। এছাড়াও গাইবান্ধায় ২ জন করোনা শনাক্ত হয়েছেন। রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসোলেশন বিভাগে ভর্তি আছেন একজন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply