১১ জন সৌদি যুবরাজ গ্রেপ্তার

|

সরকারি সিদ্ধান্তের প্রতিবাদ করায় ১১ জন যুবরাজকে গ্রেপ্তার করেছে সৌদি আরব। শনিবার তাদেরকে গ্রেপ্তার করে রাজধানী রিয়াদের দক্ষিণে সর্বোচ্চ নিরাপত্তা বেষ্টিত কারাগার হা’ইর-এ পাঠানো হয়।

আটককৃত যুবরাজদের এখানে রাখা হয়েছে

দেশটির একটি বার্তা সংস্থার বরাত দিয়ে কাতার ভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা জানায়, বিনা মূল্যে দেওয়া বিভিন্ন সরকারি সুবিধা স্থগিত করেছে রাজতান্ত্রিক সৌদি আরব। এর বিরোধিতায় রিয়াদের সরকারি প্রাসাদ এলাকায় জড়ো হয়ে প্রতিবাদ জানান আটকৃত যুবরাজরা।

তেল নির্ভর এ আরব দেশটি সম্প্রতি বিভিন্ন অর্থনৈতিক সংস্কারের উদ্যোগ নিয়েছে। এ উদ্যোগে অংশ হিসেবে সৌদি আরবে প্রথম বারের মতো মূল্য সংযোজন কর (ভ্যাট) আরোপ করা হয়। বাতিল করা হয় বিনামূল্যে দেওয়া বিদ্যুৎ ও পানির সুবিধা।

রাজধানী রিয়াদ

এদিকে নতুন বছরের প্রথম দিন থেকে আরোপিত ভ্যাটের বোঝা কমিয়ে নাগরিকদের জীবন যাপন সহজ করতে শনিবার রাজা সালমান বিভিন্ন সরকারি আদেশ জারি করেেছন।

জারিকৃত সরকারি আদেশ সমূহের মাধ্যমে আগমী বছর থেকে প্রত্যেক সরকারি কর্মীকে মাসিক হাজার রিয়াল, এবং ইয়েমেনে যুদ্ধরত সেনাদের জন্য এককালীন পাঁচ হাজার রিয়াল বোনাস দেওয়া হবে।।

এছাড়া, শিক্ষার্থীদের মাসিক ভাতা বাড়বে ১০ শতাংশ, এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মীরা পাবেন মাসিক পাঁচ শত রিয়ােলর বৃত্তি।

যমুনা অনলাইন: এফএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply