হাসিম আমলার জন্মদিন আজ

|

প্রোটিয়াদের গ্রেট ব্যাটসম্যান হাসিম আমলার ৩৭তম জন্মদিন আজ। ভারতীয় বংশ্তভূত এই ক্রিকেটার বড় ভাই আহমেদ আমলাও পেশাদার ক্রিকেটার। সেইসাথে দুই সন্তানের জনকও হাসিম।

এই ক্রিকেটারের ক্যারিয়ার জুড়েই বলা চলে রেকর্ডের ছড়াছড়ি। দুর্লভ সব অর্জনে ওয়ানডে ফরম্যাটে দ্রুত ৭ হাজার রানের রেকর্ড। প্রথম দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান হিসেবে টেস্ট ফরম্যাটে ট্রিপল সেঞ্চুরিরও তার।

২০০৮ সালে ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে অভিষেক হওয়া হাসিম আমলার জন্ম দক্ষিণ আফ্রিকায়। ২০১৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকার টেস্ট দলকে নেতৃত্ব দেয়া অভিজ্ঞতাও আছে আমলার। ১৩ বছরের আন্তর্জাতিক অধ্যায়ে খেলেছেন ১২৪টি টেস্ট ১৮১টি ওয়ানডে আর ৪৪টি টি-টোয়েন্টি।

২০১২ সাল থেকে ২০১৭ এই ৫ বছর ক্রিকেট বিশ্ব শাসন করেছেন প্রতাপে ব্যাটিং দক্ষতায়। কম ইনিংসে বিশ্বের প্রথম ব্যাটসম্যান হিসেবে রেকর্ড দুই হাজার থেকে ৭ হাজার রানের ক্লাবে নাম লিখিয়েছেন। যে রেকর্ড নেই ব্যাটিং জিনিয়াস টেন্ডুলকার কিংবা রান মেশিন বিরাট কোহলির। এমন বিশেষ দিনে শুভ কামনা তার জন্য।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply