ভারত থেকে জ্বর-সর্দি নিয়ে এসেছে জামাই, শ্বশুরবাড়ি লকডাউন

|

ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠির নলছিটি পৌর এলাকার অনুরাগ গ্রামে শ্বশুর বাড়িতে ভারত থেকে আসা এক ব্যক্তি জ্বর, সর্দি ও কাশিতে আক্রান্ত হওয়ায় আশপাশের তিনটি বাড়ি লকডাউন করে দিয়েছে উপজেলা প্রশাসন।

একইসাথে বাড়ির চার পাশে টাঙিয়ে দেয়া হয়েছে লাল নিশান। এছাড়া ভারত থেকে আসা হাবিবুর রহমানসহ ৩ বাড়িতে বসবাসকারী ২২জনকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়েছে।

পৌর কাউন্সিলর আবদুল্লাহ আল মামুন লাবু জানান, হাবিবুর রহমানের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলায়। তিনি ভারতে থাকতেন। অসুস্থ হওয়ার পরে ভারত থেকে তিনি সোমবার সকালে নলছিটির অনুরাগ গ্রামে শ্বশুর জালাল সিকদারের বাড়িতে আসেন।

খবর পেয়ে স্থানীয় লোকজন বিষয়টি উপজেলা প্রশাসনকে জানায়। নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদারের নির্দেশে মঙ্গলবার সকালে ওই বাড়িসহ আশেপাশের তিনটি বাড়িতে লাল নিশান টাঙিয়ে দেওয়া হয়। এখানকার ৩ বাড়ির ২২ জনকে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply