সাংবাদিকদের সুরক্ষায় পিপিই দিচ্ছে ‘স্নোটেক্স’

|

প্রাণঘাতী মহামারি করোনাভাইরাসের এই পরিস্থিতিতে গণমাধ্যমকর্মীদের সুরক্ষায় এগিয়ে এসেছে দেশের তৈরি পোষাক শিল্প উৎপাদক প্রতিষ্ঠান স্নোটেক্স গ্রুপ। এরমধ্যেই যমুনা টেলিভিশনসহ দেশের বেশ কয়েকটি গণমাধ্যমে সাংবাদিকদের সুরক্ষায় পিপিই দিয়েছে তারা।

প্রাথমিকভাবে বিজিএমইএ, এম এন্ড এস এবং বুয়েটের সহায়তায় কয়েক হাজার পিপিই বিনামূল্যে সরবরাহ করা হয়েছে সাংবাদিকদের মাঝে। গণমাধ্যমকর্মী ছাড়াও স্বাস্থ্যকর্মীদের মধ্যেও সরবরাহ করা হয়েছে উল্লেখযোগ্য সংখ্যক পিপিই।

স্নোটেক্স জানায়, সংকটময় এই পরিস্থিতিতে ৫০ হাজার পিপিই তৈরি করবে তারা। ইতিমধ্যেই তারা তাদের তৈরি ৫০০ পিপিই সরাসরি চিকিৎসকদের কাছে সরবরাহ করেছে তাদের মতামত সংগ্রহের জন্য। পরবর্তীতে এই মতামতের প্রেক্ষিতে পিপিই এর প্যাটার্ন পরিবর্তন বা সংযোজন করা হতে পারে বলে জানিয়েছে তারা।

এছাড়াও, পিপিই বিক্রয়ের ক্ষেত্রে সম্পূর্ণরূপে অলাভজনক হিসাবে কাজ করবে ‘স্নোটেক্স’।

উল্লেখ্য, “সুখি হও এবং সুখি করো” প্রত্যয়ে এগিয়ে চলা ‘স্নোটেক্স’ ২০০০ সালে বায়িং হাউজের মাধ্যমে যাত্রা শুরু করে। ২০০৫ সালে নিজেদের প্রথম কারখানা হিসেবে প্রতিষ্ঠা করে স্নোটেক্স অ্যাপারেলস।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply