করোনা: রোনালদোকে ছেড়ে দিচ্ছে য়্যুভেন্টাস

|

করোনার কারণে আর্থিক ক্ষতি পুষিয়ে নিতে আগামী মৌসুমে ক্রিস্টিয়ানো রোনালদোকে ছেড়ে দিতে পারে য়্যুভেন্টাস। এমন খবর দিয়েছে ইতালির জনপ্রিয় পত্রিকা এল মেসেজারো।

করোনায় বিপর্যস্ত ইতিলি পড়ছে চরম আর্থিক শংকটে। যার প্রভাব পড়েছে য়্যুভেন্টাসেও। ক্লাবের আর্থিক ক্ষতি পুরণে ইতিমধ্যে চার মাসের বেতন ছেড়ে দিয়েছে রোনালদো। কিন্তু তাতেও সমস্যা মিটবে না বলছে এল মেসেজারো। রোনলদো সপ্তাহিক বেতন বাংলাদেশি টাকায় ৪ কোটি ৭০ লাখ টাকা। বছরে আড়া’শ কোটি টাকার বেশি বেতন দিতে হয় য়্যুভেন্টাসের। তাইতো ক্লাব চালাতে রোনালদোকে বিক্রি করতে বাধ্য হতে পারে তুরিনের জায়ান্টরা। তবে কেবল রোনালদো নয় ক্লাবের দ্বিতীয় সেরা উপার্যনকারি অ্যারন রামজিকেও ছেড়ে দিতে পারে য়্যুভেন্টাস।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply