সামাজিক দূরত্ব বজায় না রেখে আড্ডা দেয়ায় ৭ যুবককে জরিমানা

|

স্টাফ রিপোর্টার,গোপালগঞ্জ
গোপালগঞ্জে সামাজিক দূরত্ব বজায় না রেখে আড্ডা দেয়ার দায়ে ৭ যুবককে ও ওজনে কম দেয়ায় এক ব্যবসায়ীকে মোট ৬৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ বৃহস্পতিবার দুপুরে কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাব্বির আহম্মেদ ও কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম মাহফুজুর রহমান এ জরিমানা করেন।

জানা গেছে, কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া রেল স্টেশন এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাব্বির আহমেদ। এ সময় সামাজিক দূরত্ব বজায় না রেখে আড্ডা দেয়ার অপরাধে ৭ যুবককে ১৪ হাজার টাকা জরিমানা করেন।

অপরদিকে, কোটালীপাড়া উপজেলার পীড়ারবাড়ী বাজারে অভিযান চালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক এস.এম মাহফুজুর রহমান। এ সময় ওজনে কম দেয়ার দায়ে মেসার্স মল্লিক ট্রেডার্সের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply