এপ্রিলের শেষেই মারকানা স্টেডিয়াম হয়ে যাচ্ছে করোনা হাসপাতাল

|

করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা দেয়ার জন্য এপ্রিলের শেষেই রিও ডি জেনিরোর মারাকানা স্টেডিয়াম পরিণত হচ্ছে ১৮০০ বেডের অস্থায়ী হাসপাতাল।

ব্রাজিল সরকার ও রিও ডি জেনেরিওর ফ্ল্যামিঙ্গো ক্লাব তাদের বিখ্যাত মারাকানা স্টেডিয়ামকে স্বাস্থ্যসেবা কর্তৃপক্ষের হাতে তুলে দিয়েছে। আর সেখানেই এখন গড়ে উঠছে এ অস্থায়ী হাসপাতাল।

মহামারির বড় ঝুঁকির কারণে ল্যাটিন আমেরিকার দেশ, পাঁচবারের ফুটবল বিশ্বকাপ চ্যাম্পিয়ন ব্রাজিল এ উদ্যোগ নিয়েছে।

২০১৪ সালের ফুটবল বিশ্বকাপ ফাইনালের ভেন্যু রিওডি জেনিরোর মারাকানা স্টেডিয়ামে এরই মধ্যে কাজ শুরু করা হয়েছে জানিয়ে কর্তৃপক্ষ বলে, এপ্রিলের শেষ নাগাদ হাসপাতাল চিকিৎসা সেবার জন্য পুরো প্রস্তুত হবে।

এখন পর্যন্ত ব্রাজিলে আক্রান্ত ৮ হাজার আর মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৩০০। দুই বড় ক্লাব করিন্থিয়ান্স ও সান্তোস তাদের স্টেডিয়াম ছেড়ে দিয়েছে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য।

ব্রাজিলে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছে ৮ হাজারের বেশি মানুষ। এরমাঝে, ৩২৭ জনের মৃত্যু সংবাদ পাওয়া গেছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply