করোনায় অস্থির নিত্য পণ্যের বাজার, হুঁ হুঁ করে বাড়ছে ত্রাণ পণ্যের দাম

|

স্বাভাবিক হয়নি নিত্যপণ্যের বাজার। সপ্তায়ান্তে নতুন করে বেড়েছে মশুর ডাল, ভোজ্য তেল, চিনি এবং মাছের দাম। চাহিদা বেশি থাকায় বেড়েছে মোটা চালের দাম।

দুর্যোগের এই সময়কে কাজে লাগিয়ে বাড়িয়ে দেয়া হয়েছে ত্রাণ দেবার জন্য প্রয়োজনীয় পণ্যের দাম। ফলে বেশি দামে বিক্রি হচ্ছে ভোজ্যতেল, মশুর ডাল, চিনি। কেজিতে পণ্যগুলোর দাম বেড়েছে ৫ থেকে ১৫ টাকা পর্যন্ত।

আগের তুলনায় বেশি দামে বিক্রি হচ্ছে সব ধরণের চাল। তবে, নতুন করে বেড়েছে স্বর্ণা এবং পাইজাম চালের দাম। এখানেও দাম বাড়ার কারণ ত্রাণ কার্যক্রম, কারণ চাহিদা বাড়ায় সুযোগ বুঝে বাড়িয়ে দেয়া হয়েছে দাম।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply