রাজনীতিবিদরা সৎ হলেই দেশের উন্নয়ন হয়: প্রধানমন্ত্রী

|

রাজনীতিবিদরা সৎ ও নিষ্ঠাবান হলে সামগ্রিকভাবে দেশের উন্নয়ন হয়। দশম জাতীয় সংসদের ১৯তম আধিবেশের প্রথম দিনে এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রীতি অনুযায়ী বছরের প্রথম অধিবেশেনে সভাপতিমণ্ডলী নির্বাচনের পরই শুরু হয় শোক প্রস্তাবের আলোচনা। সংসদ সদস্য, মন্ত্রীসহ বিশিষ্টব্যক্তি, যারা এ বছর মারা গেছেন তাদের স্মরণে শোক প্রস্তাবের আলোচনায় অংশ নেন প্রধানমন্ত্রী।

সদ্য প্রয়াত মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ছায়েদুল হকের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে মৎস্য ও প্রাণিসম্পদের যে উন্নয়ন হয়েছে সেখানে ছায়েদুল হকের অবদান রয়েছে। পরে জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাব গৃহীত হয়।

যমুনা অনলাইন: টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply