দেশে করোনায় দুই জনের মৃত্যু, শনাক্ত আরও ৯ জন

|

দেশে নতুন করে আরও ৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছে এবং গত ২৪ ঘণ্টায় দুই জন মারা গেছেন। আজ দুপুরে স্বাস্থ্য অধিদফতরের এক অনলাইন ব্রিফিংয়ে এ কথা জানানো হয়।

৯ জনের মধ্যে পাঁচ জন সংক্রমিত কোন ব্যক্তির সংস্পর্শে আসে। দুইজন বিদেশ থেকে এসেছেন। আর বাকি দুইজন কিভাবে সংক্রমিত হয় তার তথ্য সংগ্রহ করা হচ্ছে।

আক্রান্ত ৯ জনের মধ্যে দুইজন শিশু যাদের বয়স দশ বছরের নিচে। তিনজনের বয়স ২০ থেকে ৩০ এর মধ্যে। দুইজনের বয়স ৫০ থেকে ৬০ এর মধ্যে। একজনের বয়স ৬০ থেকে ৭০। আর একজনের বয়স ৯০ বছর।

গত ২৪ ঘণ্টায় ৫৫৩ নমুনা সংগ্রহ করা হয় এরমধ্যে ৪৩৪টি পরীক্ষা করা হয়। দেশে এখন মোট করোনা আক্রান্তের সংখ্যা ৭০ জন। মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৮।

ব্রিফিংয়ে আরও জানানো হয়, সারাদেশ থেকে নমুনা সংগ্রহ করতে সময়ের প্রয়োজন হয় তাই এখন থেকে দুপুর ১২টার বদলে আগামীকাল থেকে দুপুর ২ টায় এই অনলাইন ব্রিফিংটি হবে। এছাড়া মুখোমুখি কোন সংবাদ সম্মেলন হবে না। অনলাইনেই ব্রিফিং হবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply