এপ্রিলে দেখা মিলবে বৃহত্তম গোলাপি চাঁদের

|

চলতি বছরের এপ্রিলে আকাশে দেখা মিলবে সুপারমুনের। তবে উপমহাদেশের আকাশে রাতে নয়, দিনের আলোতে এ চাঁদের দেখা মিলবে বলে জানা গেছে। সুপারমুনের নামকরণ করা হয়েছে গোলাপি চাঁদ হিসেবে। বলা হচ্ছে সুপার পিঙ্ক মুন পৃথিবী থেকে ৩৫৬,৯০৭ কিলোমিটার দূরে থাকছে। পৃথিবী এবং চাঁদের মধ্যবর্তী গড় দূরত্ব ৩৮৪,৪০০ কিলোমিটার।

চলতি বছরের উজ্জ্বলতম এবং বৃহত্তম পূর্ণিমা হতে চলেছে এটি।

তবে পূর্ণিমা হলেই কিন্তু সুপারমুন নাও হতে পারে, কারণ চাঁদ পৃথিবীর চারপাশে একটি উপবৃত্তাকার কক্ষপথে ঘোরে। আমাদের গ্রহ থেকে আরও অনেক দূরে থাকলেও পূর্ণিমার পূর্ণ চাঁদ দেখা যেতে পারে। সিএনইটির একটি প্রতিবেদন অনুযায়ী, ৮ এপ্রিলের সুপারমুন এ বছরের সবচেয়ে বড় এবং উজ্জ্বলতম সুপারমুন হবে।

একে গোলাপি চাঁদ বলা হচ্ছে কেন?
পূর্ণিমার চাঁদের নামকরণের বিষয়টি সাধারণত আমেরিকান অঞ্চল এবং ঋতুগুলোর ওপর নির্ভর করে। প্রতিবেদন অনুযায়ী, ‘গোলাপি চাঁদ’ নামটি গোলাপি ফুলের নামের ওপর ভিত্তি করে দেয়া। এ ফুল উত্তর আমেরিকার পূর্ব দিকে বসন্তকালে ফোটে এবং এটি মোটেও চাঁদের রঙ নয়। পুরো গোলাকার চাঁদকে স্প্রাউটিং গ্রাস মুন, এগ মুন এবং ফিশ মুন নামেও ডাকা হয়।

সূত্র: এনডিটিভি


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply