কাউকে চাকরি হারাতে হবে না: প্রধানমন্ত্রী

|

করোনা পরিস্থিতি মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৭২ হাজার ৭৫০ কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন। তিনি বলেছেন, এ প্রণোদনা ঘোষণার ফলে কাউকে চাকরি হারাতে হবে না।

আজ গণভবনে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

এসময় প্রধানমন্ত্রী আরো বলেন, ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে স্বল্প সুদে কতিপয় ঋণ সুবিধা প্রবর্তন করা হবে। শ্রমিক কর্মচারীদের কাজে বহাল রাখা এবং উদ্যোক্তাদের প্রতিযোগীতার সক্ষমতা অক্ষুন্ন রাখাই হলো আর্থিক সহায়তা প্যাকেজের মূল উদ্দেশ্য। যাতে কেউ কর্মহীন না হয়ে পড়েন, যারা ব্যবসা করছেন তারা যাতে ব্যবসা চালিয়ে যেতে পারেন সেদিকে লক্ষ্য রেখেই এই সহায়তা প্যাকেজটি প্রণয়ন করেছি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply