করোনায় সেবা দানে অস্বীকৃতি দেয়া চিকিৎসকদের প্রতি প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি

|

কোন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী যদি করোনার এই সময়ে রোগীদের যথাযথ সেবা না দেয় তবে তারা ভবিষ্যতে ডাক্তারি করতে পারবে কিনা তা নিয়ে হুঁশিয়ারি প্রদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ মঙ্গলবার সকালে গণভবনে করোনা পরিস্থিতি মোকাবেলার প্রস্তুতি নিয়ে চট্টগ্রাম ও সিলেট বিভাগের জেলাসমূহের সাথে ভিডিও কনফারেন্স-এ তিনি একথা জানান।

তিনি বলেন, আমরা এই সময়টা পর্যবেক্ষণ করবো কারা কারা রোগীদের সেবা দিচ্ছে। যেসব চিকিৎসক-নার্সরা রোগীদের সেবায় নিয়োজিত থাকবে তাদের আমরা পুরষ্কৃত করবো। আর যারা এই সময়ে চিকিৎসা দেয়া থেকে বিরত থাকবে তাদের ভবিষ্যতে এই পেশায় থাকা নিয়ে চিন্তা করা উচিত।

প্রধানমন্ত্রী বলেন, আমাদের ডাক্তার প্রয়োজন তবে দরকার হলে বাহির থেকে ডাক্তার-নার্স আনা হবে। যাদের মধ্যে এই নুন্যতম মানবতাবোধটুকু নেই তাদের আমাদের প্রয়োজন নেই।

এসময়,করোনায় চিকিৎসা দেয়া স্বাস্থ্যকর্মীদের কেউ আক্রান্ত হলে তার চিকিৎসার সমস্ত ব্যবস্থা সরকার বহন করবে বলেও জানান তিনি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply