চিকিৎসকদের সুরক্ষায় পিপিই, ফেস মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার দিল যমুনা গ্রুপ

|

করোনা মোকাবেলায় প্রধানমন্ত্রীর হাতে ১০ কোটি টাকা অনুদান তুলে দেয়ার পর এবার চিকিৎসকদের সুরক্ষায় পিপিই, ফেস মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার হস্তান্তর করেছে যমুনা গ্রুপ।

আজ মঙ্গলবার সকালে মহাখালীতে ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমানের কাছে এগুলো হস্তান্তর করা হয়। এরমধ্যে আছে ৮ হাজার ১৬ পিস পিপিই, ১৫ হাজার ফেস মাস্ক, ১০ হাজার যমুনা হ্যান্ড স্যানিটাইজার।

যমুনা গ্রুপের পরিচালক ড. মোহাম্মদ আলমগীর আলম ও পরিচালক (কমার্শিয়াল) এ বি এম শামসুল হাসান এগুলো হস্তান্তর করেন। এসময় করোনা প্রতিরোধে এগিয়ে আসায় যমুনা গ্রুপকে ধন্যবাদ জানান, ঔষধ প্রশাসন অধিদপ্তর মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান।

তিনি বলেন, মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলো প্রতিষ্ঠানটি।

এসময় যমুনা গ্রুপের পরিচালক ড. মোহাম্মদ আলমগীর আলম জানান, ওয়াটার প্রুফ কাপড় তৈরি করছে যমুনা গ্রুপ, যা দিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী আন্তর্জাতিক মানের পিপিই তৈরি করা সম্ভব।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply